Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া রাগদৈল বিদ্যালয়ে ‘সন্তোষজনক ফলাফল’
কচুয়া রাগদৈল বিদ্যালয়ে ‘সন্তোষজনক ফলাফল’

কচুয়া রাগদৈল বিদ্যালয়ে ‘সন্তোষজনক ফলাফল’

সদ্য প্রকাশিত এবারের এসএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে কচুয়া উপজেলার রাগদৈল আইএম দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্তোষজনক ফলাফল অর্জন করেছে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বিদ্যালয় থেকে এ বছর ১০৭ জন পরীক্ষার্থী অংশগ্রহন করে পাশ করেছে ১০৪ জন। তন্মধ্যে জিপিএ -৫ পেয়েছে ২০ জন। পাশের হার ৯৭.২০%।

জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছে- ইকবাল হাসান, কাজী সাহিদ হাসান, মেহেদী হাসান, শাকিল খান, তুহিন খান, আহসান হাবীব, মাহাবুব হাসান, আল মাহমুদ, মাহীর, ছানা উল্যাহ, শফিকুল ইসলাম, মোজাম্মেল হোসেন, তানিয়া আক্তার, জান্নাতুল নাইমা, খাদিজা আক্তার, মাহমুদা আক্তার, হুমায়রা আক্তার, সুমাইয়া আক্তার, আয়েশা আক্তার ও আসমা আক্তার।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস জানান, বিদ্যালয় পরিচালনা পরির্ষদের সদ্য বিদায়ী সভাপতি মোশারফ হোসেন ফরাজী মহসিন, সদস্যবৃন্দ ও শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টায় এ সন্তোষজনক ফলাফল অর্জন সম্ভব হয়েছে।

বর্তমান সভাপতি মোঃ রফিকুল ইসলাম মজুমদারের দিক নির্দেশনা নিয়ে ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবে বলে শিক্ষকগণ আশাবাদী।

জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট [/author]

: আপডেট বাংলাদেশ সময় ৪:০০ এএম, ১৭ মে ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply