Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ভোক্তা অধিকার আইনে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
Jorimana
প্রতীকী ছবি

কচুয়ায় ভোক্তা অধিকার আইনে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে কচুয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক দেবাশীষ রায় মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) শাহ্রাস্তি ও কচুয়ার বাজার তদারকি অভিযান পরিচালনা করেন।

কচুয়া বাজারে ঢাকা ফার্মেসি’র মালিক ডা: কুমদকে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ৫১ ধারায় ৫ হাজার টাকা ও আনোয়ার এন্ড সন্স এর মালিক মো.মহসীনকেও ৫ হাজার টাকা, কচুয়া থানার গেইট সংলগ্ন ভূঁইয়া ফার্মেসির ডা: জহির উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

নিউ আল-মদিনা ব্রেড এন্ড বিস্কিট ফ্যাক্টরির মালিক শুক্কুর আলীকে অস্বাস্থ্যকর ও নোংড়া পরিবেশে খাবার তৈরি করার কারণে ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।তার কাছ থেকে অঙ্গীকার নেয়া হয় ও দু’মাসে মধ্যে ফ্যাক্টরির যাবতীয় কাগজপত্র ঠিক করবেন এবং মানসম্মত খাবার তৈরি করবেন।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন চাঁদপুর জেলা কঞ্জুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর নির্বাহী সদস্য মো. বিপ্লব সরকার। কচুয়া থানার এ.এস.আই নাসির উদ্দিন,সঙ্গীয় ফোর্স, চাঁদপুর জেলার ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অফিস সহকারী মো.ইউছুফ মিয়া ও কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসান ।

প্রেস বিজ্ঞপ্তি : আপডেট, বাংলাদেশ সময় ০৭:৪০ পিএম, ৬ সেপ্টেম্বর ২০১৬, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply