Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ

কচুয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ

কচুয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ বুধবার (১১ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস ষ্টেশনে উদযাপন হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত কচুয়া ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মকর্তা মোঃ ইয়াছিন প্রধানীয়ার সভাপতিত্বে ও ফায়ারম্যান মোঃ সফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান শিশির।

তিনি বলেন, ফায়ার সার্ভিস কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত মানুষের সেবা করে যাচ্ছে। যখনি অগ্নিসহ কোনো দুর্ঘটনার খরব পায় তখনি তারা প্রাণ বাজি রেখে উদ্ধার কাজে নেমে যায়। ১৯৯৮ সালে ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি কচুয়া ফায়ার সার্ভিস ষ্টেশনটি নির্মাণ করেন। র্নিমাণের পর থেকে অত্যন্ত সুনামের সাথে এই ষ্টেশনের কর্মীরা উপজেলার প্রত্যন্ত অঞ্চলে সব সময় সব ধরনের দুর্ঘটনায় সফলতার সাথে কাজ করছে। বর্তমান সরকার ফায়ার সার্ভিস ষ্টেশন কর্মীদের উন্নয়নে ব্যাপক কর্মসূচি নিয়েছে।”

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পূলক কুমার মন্ডল।

শুভেচ্ছা বক্তব্য রাখেন কচুয়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ নান্নু প্রমুখ। অনুষ্ঠানে অগ্নি ও দুর্ঘটনা এড়াতে স্থানীয় ফায়ার ষ্টেশন কর্মীরা জনসচেতনতায় প্রচারণামূলক কর্মকান্ডে অংশ নেন।

জিসান আহমেদ নান্নু, কচুয়া করেসপন্ডেন্ট

ডিএইচ/এমআরআর