Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ড.জালাল স্মৃতি পাঠাগার পরিদর্শন
কচুয়ায় ড.জালাল স্মৃতি পাঠাগার পরিদর্শন
প্রতীকী

কচুয়ায় ড.জালাল স্মৃতি পাঠাগার পরিদর্শন

কচুয়ায় গোহট ইউনিয়নের ইসলামপুর গ্রামে শনিবার (১৫ এপ্রিল) দুপুরে চাঁদপুর জেলা পরিষদের অর্থায়নে নির্মিত প্রয়াত ড.জালাল আলমগীর স্মৃতি পাঠাগারের উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।

তিনি এ পাঠাগারের বিভিন্ন দিক ঘুরে দেখেন এবং কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেন।

এ সময় তিনি বলেন, ‘ ড.জালাল আলমগীর জীবদ্দশায় সাধারণ মানুষের কথা ভাবতেন। তিনি শিক্ষাকে এগিয়ে নিতে স্বপ্ন দেখতেন। তার স্বপ্ন পূরণে ড.জালাল আলমগীর পাঠাগার বিশেষ অবদান রাখবে।’

পরিদর্শন কালে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, ভাইস চেয়ারম্যান ও পাঠাগারের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাড.মো. হেলাল উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান ও পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সহিদ, জেলা পরিষদ সদস্য রওনক আরা , জেলা ছাত্র লীগের সদস্য সোহাগ উদ্দিন, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউল করিম রতনসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

প্রতিবেদক :জিসান আহমেদ নান্নু, কচুয়া

আপডেট, বাংলাদেশ সময় ৭:৫৫ পিএম, ১৫ এপ্রিল ২০১৭,শনিবার
এজি

Leave a Reply