Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় একাধিক মোটরসাইকেল চুরি : কাজে আসছে না সিসি ক্যামেরা
Motor Cycle
প্রতীকী

কচুয়ায় একাধিক মোটরসাইকেল চুরি : কাজে আসছে না সিসি ক্যামেরা

চাঁদপুরের কচুয়া উপজেলা শহরে একাধিক মোটর সাইকেল চুরির ঘটনা ঘটলেও সিসি ক্যামেরার ফুটেজ থেকে তা সনাক্ত করা যাচ্ছে না।

কচুয়া পৌর বাজার, ব্যাংকপাড়া, হাসপাতাল এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকা সত্ত্বেও গত কয়েক মাসে এসব স্থান থেকে ৮/১০টি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে।

কিন্তু একটি চুরির ঘটনাও উদঘাটিত না হওয়ায় ব্যবসায়ীসহ জনমনে চরম ক্ষোভ দেখা দিয়েছে।

এ ধরনের এক ঘটনায় রোববার (৪ মে) বেলা পৌনে ১২ টার সময় কচুয়া ব্যাংকপাড়া সোনালী ব্যাংকের সামনে থেকে যুবলীগ নেতা ও ঠিকাদার কাজী এনামুল হক শামীমের মোটর সাইকেল চুরি হয়েছে।

এ ঘটনায় মোটর সাইকেল মালিক উপজেলার জগতপুর গ্রামের অধিবাসী কাজী এনামুল হক শামীম বাদী হয়ে তাৎক্ষণিক কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

কাজী এনামুল হক শামীম জানান, ঘটনার দিন তিনি প্রয়োজনীয় কাজে কচুয়া বাজার শাখা সোনালী ব্যাংকের সামনে তার (কুমিল্লা -ল, ১১-৫৪৯৬) পালসার ১৫০সিসি লাল রংঙের মোটর সাইকেলটি রেখে ব্যাংকে প্রবেশ করলে ১০ মিনিট পর ফিরে এসে গাড়িটি না পেয়ে খোঁজাখুজি করে অবশেষে থানায় একটি অভিযোগ করেন।

সোনালী ব্যাংকের সামনে সিসি ক্যামেরাটি বিকল অবস্থায় রয়েছে বলে ভোক্তভোগীরা জানিয়েছেন। ঈদকে সামনে রেখে প্রতারক চক্র ও অপরাধ কর্মকান্ড কমাতে দ্রুত উন্নত সিসি ক্যামেরা স্থাপন ও চুরির ঘটনাগুলো উদঘাটনের জন্য প্রশাসনের জোর সু-দৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
আপডেট, বাংলাদেশ সময় ১১: ৩০ পিএম, ৪ জুলাই ২০১৭, রোববার
ডিএইচ

Leave a Reply