Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ার তিমির সেন পেলেন মহাত্মা গান্ধী সম্মাননা
কচুয়ার তিমির সেন পেলেন মহাত্মা গান্ধী সম্মাননা

কচুয়ার তিমির সেন পেলেন মহাত্মা গান্ধী সম্মাননা

চাঁদপুর কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাবু তিমির সেন গুপ্ত মহাত্মা গান্ধী সম্মাননা পেয়েছেন।

সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় বাংলাদেশ-ভারত মানবাধিকার মৈত্রী সংস্থা প্রবর্তিত সম্প্রতি ঢাকা সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশন মিলনায়তনে এক অনুষ্ঠানে এ পদক তিনি বিশিষ্ট সমাজ গবেষক ও মানবাধিকার ব্যক্তিত্ব মু. নজরুল ইসলাম তামিজী ও সংগ্রামী নেত্রী শিরিন আখতার এমপির হাত থেকে এ পদক গ্রহণ করেন।

প্রসঙ্গত, কচুয়ার সাচার গ্রামের অধিবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক বাবু তিমির সেন গুপ্ত সাচার জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের সভাপতি ছাড়াও এলাকায় বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থেকে সমাজ উন্নয়ন মূলক কর্মকান্ড পরিচালনা করছেন।

এদিকে তিমির সেন গুপ্তের মহাত্মা গান্ধী স্বর্ণ স্মারক-২০১৬ পদক পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

প্রতিবেদক- জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ ১১: ৫০ পিএম, ১৩ সেপ্টেম্বর, ২০১৭ বুধবার
ডিএইচ

Leave a Reply