Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া
Motlob Dokkhin
প্রতীকী

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের দোয়া

মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বুধবার(২৫ জানুয়ারি) আলোচনা সভা ও মিলাদ অনুষ্ঠিত হয়।

মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বুধবার(২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কবির হোসেনের সভাপতিত্বে ও সহকারী ট্রেড শিক্ষক মেমাজাহের হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম, মতলবগঞ্জ জে.বি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বোরহান উদ্দিন খান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য কামাল উদ্দিন বিপ্লব, মো. জাকির হোসেন প্রধান (ভিপি জাকির), জসিম উদ্দিন মিয়াজী, সহকারী প্রধান শিক্ষক মো. মনির হোসেন, প্রাক্তন অভিভাবক সদস্য মো. ফারুকুল ইসলাম ফারুক, শিক্ষক আনিছুজ্জামান মজুমদার, জালাল উদ্দিন সাগর।

অপরদিকে বদরপুর এস দাখিল মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে সকাল সাড়ে ১১ টায় মাদ্রাসা প্রাঙ্গণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সোবহানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো. শরিফ উল্লাহ পাটোয়ারী (ঝিলন)।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যুৎসাহী সদস্য আব্দুস সামাদ প্রধান, সদস্য তাজুল ইসলাম, আবুল হোসেন, আমান উল্লাহ পাটোয়ারী (শাওন), নারায়ণপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা রানা পাটোয়ারী, ফারুক মিয়াজী, শিক্ষক মো. হোসেন প্রধান।

অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা মকবুল হোসেন। আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

মিলাদ মাহফিলে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, এমপি, তাঁর সুযোগ্য পুত্র সাজেদুল হোসেন চৌধুরী দীপু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বি এইচ এম কবির আহম্মেদসহ দলীয় নেতা-কর্মী ও পরীক্ষার্থীসহ সকলের জন্য দোয়া কামনা করা হয়।

দোয়া পরিচালনা করেন ঘিলাতলী মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ইলিয়াছ।

এদিকে নায়েরগাঁও উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে একই দিন সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আব্দুরর রহিম খান, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা (আল-মামুন)।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দাতা সদস্য ও প্রাক্তন শিক্ষক মো. মরি হোসেন পাটোয়ারী, দাতা সদস্য সিরাজুল ইসসলাম মাষ্টার।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন পাটোয়ারী, খাদেরগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম, ডা. কিশোর কুমার পালসহ অভিভাবক, রাজনৈতিক ও সামাজিকক নেতৃবৃন্দ।

প্রতিবেদক-মাহফুজ মল্লিক
।। আপডটে, বাংলাদশে সময় ০৯ : ৪৩ পিএম, ২৫ জানুয়ারি ২০১৭ বুধবার
এইউ

Leave a Reply