Home / জাতীয় / এসএসসির ফলাফল প্রকাশ ৪ মে
এসএসসির ফলাফল প্রকাশ ৪ মে
ফাইল ছবি

এসএসসির ফলাফল প্রকাশ ৪ মে

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ৪ মে বৃহস্পতিবার সারাদেশে একযোগে প্রকাশ করা হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো: মাহাবুবুর রহমান আজ মঙ্গলবার রাতে বাসস’কে এ তথ্য জানান।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ৪ মে সকালে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং বোর্ডের চেয়ারম্যানরা ফলাফলের অনুলিপি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তুলে দেবেন বলে আশা করা হচ্ছে।

এরপর বেলা সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরা হবে। সংবাদ সম্মেলনের পর পরই শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান ও মোবাইলে এসএমএস-এর মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন।

প্রসঙ্গত , ফেব্রুয়ারির প্রথম দিকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল। লিখিত পরীক্ষা শেষ হয় মার্চের প্রথম দিকে।

নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ১ :৫০ পিএম,২৬ এপ্রিল ২০১৭, বুধবার
এজি

Leave a Reply