Home / আন্তর্জাতিক / এবার নিষিদ্ধ হচ্ছে কুকুর খাওয়া
এবার নিষিদ্ধ হচ্ছে কুকুর খাওয়া

এবার নিষিদ্ধ হচ্ছে কুকুর খাওয়া

কুকুরের মাংস খুবই জনপ্রিয় ও সুখাদ্য হিসেবে পরিচিত ভারতের উত্তর-পূর্ব প্রান্তের রাজ্য নাগাল্যান্ডে। সেখানে এক কেজি কুকুরের মাংস বিক্রি হয় প্রায় সাড়ে ৩০০ টাকা।

রাজ্যের হোটেলগুলোতেও পাওয়া যায় কুকুরের মাংস।

তবে নাগাদের কুকুরের মাংস ভক্ষণ বন্ধ করতে চলেছে নাগাল্যান্ড সরকার। রাজ্যের পৌরসভাগুলোকে এ বিষয়ে নির্দেশনাও দেয়া হয়েছে।

রাজ্যের মন্ত্রিসভা এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত না নিলেও মুখ্য সচিব একটি নির্দেশনা জারি করেছেন।

নির্দেশনায় বলা হয়েছে, পৌরসভাগুলোতে প্রাণীদের যত্ন করতে হবে, মেরে ফেলা বা মাংস খাওয়ার জন্য কুকুরদের আর ধরা যাবে না। জ্যান্ত কুকুর ও কুকুরের মাংস বিক্রি বন্ধের জন্য বাজারগুলোকেও নির্দেশ দেয়া হয়েছে।

অন্যান্য রাজ্য থেকেও কুকুর আমদানি করা হয় নাগাল্যান্ডে। মনে করা হয়, এই মাংসের নানারকম ওষুধি গুণ, পুষ্টিও রয়েছে যথেষ্ট।

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ৫:৪০ পিএম, ১১ জুলাই ২০১৬, সোমবার
ডিএইচ

Leave a Reply