Home / তথ্য প্রযুক্তি / এবার এসি-টিভির রিমোর্ট হিসেবে কাজ করবে স্মার্টফোন
এবার এসি-টিভির রিমোর্ট হিসেবে কাজ করবে স্মার্টফোন

এবার এসি-টিভির রিমোর্ট হিসেবে কাজ করবে স্মার্টফোন

‎Thursday, ‎11 ‎June, ‎2015   12:26:07 AM

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক:

মোবাইল ফোন সেট উৎপাদনকারী প্রতিষ্ঠান মাইসেল স্পাইডার সিরিজের নতুন স্মার্টফোন বাজারে এসেছে। এটার মডেল স্পাইডার এ২। বুধবার ঢাকায় মাইসেল কার্যালয়ে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

স্মার্টফোন স্পাইডার এ২ তে আছে সাড়ে পাঁচ ইঞ্চি আকারের এইচডি আইপিএস স্ক্রিন। স্ক্রিন প্যারামিটারে রেজুলেশন পাওয়া যাবে ৭২০*১২৮০ পিক্সেল। এর ফলে নিখুঁত ও স্পষ্ট ছবি দেখা যাবে। আল্ট্রা স্লিম ডিজাইনের পাতলা এই ফোনে লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। ব্যাটারিটি ২৭৫০ মিলিঅ্যাম্পয়ারের। ফোনটির অপারেটিং সিস্টেমে আছে অ্যান্ড্রয়েড কিটক্যাট ৪.৪.৪।

এ ফোনে ব্যবহার করা হয়েছে এমটিকে ১.৩ গিগাহার্টজ কোয়াড কোর প্রসেসর। সময়ের চাহিদাকে বিবেচনা করে স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ২জিবি র‌্যাম এবং ১৬ জিবি রম আর দুটি মাইক্রো সিমের সুবিধা।

চাঁদপুর টাইমস : ডেস্ক/ডিএইচ/২০১৫

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না