Home / শিল্প-সাহিত্য / এক মুঠো উষ্ণতায় কেঁপে ওঠে
এক মুঠো উষ্ণতায় কেঁপে ওঠে
প্রতীকী ছবি

এক মুঠো উষ্ণতায় কেঁপে ওঠে

শরীরের জমাট তুষার
হাত পা অধর গ্রীবা, ঝুলন্ত ব্রীজের মতো কেঁটে ওঠে
চায় উষ্ণতা।

পাহাড়ের তলদেশ বেয়ে উপলের আঘাতে
গড়িয়ে দেখা পায় জলপ্রপাত।
মিশে যায় এপার-ওপার।

শশীর আলোর কেশগুচ্ছের আড়ালে উঁকি দেয়-
সফেদ চিরুনি আড়াআড়ি ছুটে
ঢাকে অবয়ব, ডান হাতে পঞ্চপাপড়ি
মুঠোয় ধরে চিবুক।

একটু আদর সোহাগে ভরে উঠে।
গভীর রজনীর ফাঁকি দিয়ে-
বদ্ধ দরজায় কড়া নাড়ে, হঠাৎ রবির উষ্ণতা।
এক মুঠো ভালোবাসায় গলে যায়-
জনপদের বেবাক ভাবনায়।

কিরণের আলোয় নৈসর্গিক বিধানে
কেঁপে উঠে হিরন্ময়।

তুষার শীতল প্রভাতে
বারবার চায় একটু আধটু উষ্ণতা।

এক মুঠো উষ্ণতায় কেঁপে ওঠে

About The Author

কবি- শাহমুব জুয়েল

: আপডেট, বাংলাদেশ সময় ০১:০০ পিএম, ২০ জুলাই ২০১৬, বুধবার
ডিএইচ

Leave a Reply