Home / স্বাস্থ্য / একবার চশমা দিলে কি সারাজীবনই পরতে হয়? (ভিডিও)
চশমা না দিলে কি ক্ষতি হবে

একবার চশমা দিলে কি সারাজীবনই পরতে হয়? (ভিডিও)

চোখের জন্য একবার চশমা ব্যবহার করলে কি সেটা সারাজীবনই ব্যবহার করতে হয়?- এমন প্রশ্ন থাকে অনেকের মনেই। আসুন জানি এর উত্তর।

স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ২৫৫৮তম পর্বে এ বিষয়ে কথা বলেছেন ডা. আব্দুল মান্নান। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

প্রশ্ন : অনেকের মধ্যে একটি ধারণা কাজ করে একবার চশমা নিলে সারাজীবন চশমা পরতে হবে। এর ভিত্তি কতখানি?

উত্তর : যদি কারো চশমা লাগেই, তাহলে সাধারণত চশমা দিতে হবে, সারাজীবনের জন্যই। এটাই সত্য কথা। চশমা পরলেই পাওয়ার কমে যাবে এই ধারণা সঠিক নয়। কারো যদি মাইনাস টু পাওয়ার লাগে, ১৫ বছর বয়সে, তাহলে এটাই সারাজীবন তাকে বহন করতে হবে। এটাই নিয়ম। ১৮ বছর আবার পাওয়ার বাড়তে পারে। সাধারণত কমার আশঙ্কা কম। তবে চিকিৎসা শাস্ত্রের উন্নতির কারণে,অনেক নতুন নতুন ত্রুটি ঠিক করা যায়।

প্রশ্ন : অনেকে ভাবেন কিছুদিন চশমা পরলে আমরা চোখটা ধীরে ধীরে ভালো হয়ে যাবে। এর ভিত্তি কতখানি?

উত্তর : ভিত্তি হলো চশমা দিলে সে ভালো থাকবে। চশমা না দিলে তার ক্ষতি হবে। চশমা না দিলে তার ভবিষৎটা খারাপ হবে।

প্রশ্ন : চশমা টানা পরলে একপর্যায়ে আর চশমা পরতে হবে না- এই ধারণা কি ঠিক?

উত্তর : এ রকম কোনো সম্ভাবনা সাধারণত নেই। সাধারণত যদি কারো একবার চশমা লাগে, এটা তাকে বাকি জীবনও পরতে হবে।(এনটিভি)

স্বাস্থ্য ।। আপডটে, বাংলাদশে সময় ৫ :১৫ পিএম, ১৮ নভেম্বর ২০১৬, শুক্রবার
এইউ

Leave a Reply