Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সিএনজি ড্রাইভার সমিতির মতবিনিময়
Motlob Dokkhin
প্রতীকী

উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সিএনজি ড্রাইভার সমিতির মতবিনিময়

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার জনগুরুত্বপূর্ণ ৪টি রাস্তা দ্রুত সংস্কারের দাবি জানিয়ে রোববার (৫ মার্চ) বেলা ১১টায় মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময় করেছে সিএনজি ড্রাইভার কল্যাণ সমিতি।

রাস্তাগুলো হচ্ছে মতলব গৌরীপুর পেন্নাই সড়কের ঘিলাতলী এলাকা, নায়েরগাঁও দীঘিরপাড়, দগরপুর-জোড়পুল ও আশি^নপুর-আলীয়াড়া সড়ক। এ ৪টি রাস্তা সংস্কারের দাবী নিয়ে

মতবিনিময় সভায় মতলব সিএনজি ড্রাইভার কল্যান সমিতির সভাপতি মোঃ শাহপরান তার বক্তব্যে বলেন, উল্লেখিত জনগুরুত্বপূরণ স্থান গুলোতে রাস্তার কংক্রিট ও পিরিজ ওঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে আছে। পুরো রাস্তায় এখন বালু আর বালু দেখা যায়। এ সড়ক দিয়ে যানবাহন তো দুরের কথা হেঁটে যাওয়ার অনুপযোগী হয়ে পড়েছে। পেন্নাই সড়ক হওয়ায় এবং বিকল্প রাস্তা না থাকায় প্রয়োজনের তাগিদে বাধ্য হয়ে মানুষজন জীবনের ঝুঁকি নিয়ে সিএনজি, বাস সহ বিভিন্ন যানবাহন চলাচল করতে বাধ্য হচ্ছে। এতে করে প্রতিদিনই ওই রাস্তাগুলোতে বিভিন্ন যানবাহন উল্টে পড়ে ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এতে পথচারীসহ অনেকেই আহত হচ্ছে এবং সিএনজিসহ বিভিন্ন যানবাহন বিনষ্ট হচ্ছে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম তাৎক্ষনিক চাঁদপুরের সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে যোগাযোগ করেন। নির্বাহী প্রকৌশলী দ্রুত সময়ের মধ্যে ওই রাস্তাগুলো সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন বলে ড্রাইভার সমিতিকে আস্বস্ত করেন।

উপস্থিত ছিলেন মতলব সিএনজি ড্রাইভার কল্যাণ বহুমুখী সমবায় সমিতির সাধারন সম্পাদক মোস্তফা মিয়া, সহ সভাপতি মজিবুর রহমান, সদস্য শহিদুল, নারায়নপুর সিএনজি সমিতির সভাপতি মোঃ শাহজামাল মিয়াজী, সাধারন সম্পাদক সফিক প্রধান সহ সভাপতি আলী আশ্রাফ, সদস্য জয়নাল আবেদীন, আঃ কাদের প্রধান, নায়েরগাঁও সিএনজি সমিতির সভাপতি আবুল কালাম, সাধারন সম্পাদক মহন শিকারী, সহ সভাপতি মাসুদ, যুগ্ম সম্পাদন জহির, আলীয়ারা সিএনজি সমিতির সভাপতি শাহজালাল প্রধান, সাধারন সম্পাদক কবির খান, কোষাধ্যক্ষ শাকিল মোল্লা।

মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ সময় ০৪: ০০ এএম, ০৬ মার্চ ২০১৭, সোমবার
ডিএইচ

Leave a Reply