Home / জাতীয় / ঈদের আগেই লেবানন থেকে ফেরত আসছেন ৩৭০ বাংলাদেশি
Passport

ঈদের আগেই লেবানন থেকে ফেরত আসছেন ৩৭০ বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের দেশ লেবানন থেকে বৈধ কাগজপত্রহীন ৩৭০ জন প্রবাসী বাংলাদেশি দেশে ফেরত আসছেন। ইতোমধ্যে ২০ জন দেশে ফিরেছেন। শুক্রবার (২৪ জুন) পৃথক তিনটি ফ্লাইটে আরও ৩০ জন লেবাননপ্রবাসী বাংলাদেশে ফিরছেন।

ঈদুল ফিতরের আগে পর্যায়ক্রমে বাকি সাড়ে তিন শ প্রবাসীকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত ৩টা ৫০ মিনিট, শুক্রবার সকাল ৮টা ৫৫ মিনিট এবং একই দিনের রাত ৯টা ২০ মিনিটে আলাদা তিনটি এয়ারলাইন্সের ফ্লাইটে বাংলাদেশে ফিরছেন উল্লিখিত ৩০ প্রবাসী।

ফেরত আসা সাড়ে তিন শ জনের মধ্যে ২২ জনের খরচ বহন করছে সরকার। বাকিরা নিজের খরচে দেশে ফিরছেন।

বৃহস্পতিবার দুপুরে টেলিফোনে যোগাযোগ করলে লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবদুল মোতালেব সরকার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, এই প্রক্রিয়ায় আরও ২০ জনকে অগ্রাধিকার দিয়ে আগেই বাংলাদেশে পাঠানো হয়েছে। তারা অসুস্থ থাকায় আলাদাভাবে পাঠানো হয়েছিল। লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের উদ্যোগ ও সেই দেশের সরকারের সর্বোচ্চ পর্যায়ের সহযোগিতায় কাগজপত্রহীন বাংলাদেশিরা দেশে ফেরত আসার সুযোগ পাচ্ছেন।

লেবাননে বাংলাদেশের প্রায় এক লাখ ৩০ থেকে ৪০ হাজার বাংলাদেশি রয়েছেন। এর মধ্যে কাগজপত্রহীন বা অবৈধভাবে আছেন প্রায় ২০ হাজার। (কালেরকণ্ঠ)

নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ০৬:৫০ পিএম, ২৪ জুন ২০১৬, শুক্রবার
ডিএইচ

Leave a Reply