Home / জাতীয় / ইয়াবার অপব্যবহার ও পাচার রোধে মৃত্যুদণ্ডের আইন হচ্ছে
yaba
প্রতীকী ছবি

ইয়াবার অপব্যবহার ও পাচার রোধে মৃত্যুদণ্ডের আইন হচ্ছে

ইয়াবার অপব্যবহার ও অবৈধ পাচারকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান সংযোজন করে নতুন আইন প্রণয়ন হচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বুধবার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান।

আসাদুজ্জামান খান কামাল বলেন,‘দেশকে মাদকাসক্তিমুক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতিকে সামনে রেখে আমাদের মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে। বর্তমান গণতান্ত্রিক সরকার দেশে মাদকাসক্তিমুক্ত,সুস্থ ও সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।’

তিনি বলেন,মাছ ধরার নাম করেই বেশিরভাগ ইয়াবা নাফ নদী দিয়েই আমাদের দেশে চলে আসে। এ জন্য নাফ নদীতে কিছু দিনের জন্য মাছ ধরতে না দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের সময় ওই নদীর জেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডেস্ক নিউজ
:আপডেট, বাংলাদেশ সময় ৫:১৫ পিএম,২৬ জুলাই ২০১৭, বুধবার
এজি

Leave a Reply