Home / ইসলাম / ইফার নতুন ফতোয়া : চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নেই
ইফার নতুন ফতোয়া : চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নেই

ইফার নতুন ফতোয়া : চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ নেই

‎Monday, ‎01 ‎June, ‎2015    7:36:54 PM

চাঁদপুর টাইমস ডেস্ক:

চেয়ারে বসে ফরজ, ওয়াজিব এবং মুয়াক্কাদা নামাজ আদায়ের কোন বৈধতা নেই বলে ফতোয়া দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের ফতোয়ায় বলা হয়েছে, যেখানে অসুস্থ ব্যক্তির জন্য খোদ শরীয়া আইনে অনেকগুলো বিকল্প বলে দেয়া হয়েছে, সেখানে সেসব বাদ দিয়ে অন্য বিকল্প অর্থাৎ চেয়ারে বসে নামাজ আদায়ের বৈধতা দেয়ার অবকাশ থাকে না।

ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের এ ফতোয়ায় বলা হয়েছে, অসুস্থ বা ওযর অবস্থায় নামাজ আদায়ের শরীয়ত সম্মত বিবরণ আকর গ্রন্থাদিতে পাওয়া যায়। তাতে তিনটি অবস্থানের কথা বলা হয়েছে- দাঁড়িয়ে, বসে এবং শায়িত অবস্থায়। উৎস: শীর্ষ নিউজ

চাঁদপুর টাইমস : ডেস্ক/‍ডিএইচ/২০১৫

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে ক্লিক লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes 

চাঁদপুর টাইমস প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না

আপনার মন্তব্য লিখুন…