Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / শাহমাহমুদপুরে ‘মাদকের প্রতিবাদ’ করায় ইউপি সদস্যের ওপর হামলা
ইউপি সদস্যের ওপর হামলা

শাহমাহমুদপুরে ‘মাদকের প্রতিবাদ’ করায় ইউপি সদস্যের ওপর হামলা

চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নে আলুমুড়া গ্রামে মাদক বিক্রি না করার জন্য প্রতিবাদ করায় মনিরুজ্জামান পাটওয়ারী (৩৪) ইউপি সদস্যেকে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাত পৌনে ১০ টায় অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে ওই ইউনিয়নের কৃষ্ণপুর পাটওয়ারী বাড়ি জামে মসজিদের উত্তর পাশের রাস্তায়।

জানা যায়,ওইদিন রাতে চাঁদপুর মডেল থানার এস আই সিরাজুল হক খবর পেয়ে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে আহত মনিরুজ্জামান পাটওয়ারীকে অচেতন অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

আহত মনিরুজ্জামান জানান , ‘আমি শাহমাহমুদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার। বেশ কিছুদিন আগে আমি জানতে পারি আমাদের এলাকার মৃত মনু মিয়া অজির পুত্র বাবু অজি ও শাহিন অজি গ্রামে মাদক এবং চুরির কাজে লিপ্ত রয়েছে। জনপ্রতিনিধি হিসেবে কিছুদিন পূর্বে এলাকায় এসব অন্যায় কাজ না করার জন্য তাদেরকে বারণ করি। তারই সুত্র ধরে বৃহস্পতিবার রাতে আমি আমার সমস্ত কাজ শেষে মোটর সাইকেলে বাড়ি ফেরার পথে বাবু অজি ও শাহিন অজিসহ অজ্ঞাত আরো ৩-৪ জন দেশীয় অস্ত্র দিয়ে আমার ওপর অর্তকিত হামলা চালায়। তারা আমার পেন্টের বাম পাশের পকেট থেকে দেড় লাখ টাকাও নিয়ে যায়। আমি মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে দু’টি কিরিচ উদ্ধার করে। এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।’

এ বিষয়ে চেয়ারম্যান স্বপন মাহমুদ বলেন, ‘আমি চাঁদপুরে ছিলাম না। তাই ঘটনা সম্পর্কে কিছু বলতে পারবো না। দু’পক্ষের মধ্যে মারামারির কথা শুনেছি । আমি এলাকায় এসে প্রকৃত ঘটনা জেনে অবশ্যই ব্যবস্থা নিবো।’

প্রতিবেদক-কবির হোসেন মিজি ।। আপডটে, বাংলাদশে সময় ৬ :১১ পিএম, ০২ ডিসেম্বর ২০১৬, শুক্রবার
এইউ

Leave a Reply