Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / ইউনিয়ন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে : জেলা প্রশাসক
ইউনিয়ন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে : জেলা প্রশাসক

ইউনিয়ন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে : জেলা প্রশাসক

চাঁদপুর সদরের রামপুর ইউনিয়ন পরিষদ বুধবার (১৯ অক্টোবর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডল পরিদর্শন করেন ।

পরিদর্শনকালে তিনি বলেন, ‘প্রতিটি ইউনিয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। ইউনিয়ন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এ ইউনিয়ন যেন একটি সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হয়।’ রামপুর ইউনিয়ন পরিষদ দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।

তিনি ওই ইউনিয়নের ব্র্যাকের একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ইউনিয়নের চেয়ারম্যান আল-মামুন পাটোয়ারীর অনুরোধক্রমে তার পরিষদ পরিদর্শনে যান। প্রথমেই তাকে পরিষদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সকল মেম্বারগণ উপস্থিত ছিলেন।

ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার ও এলাকা গণ্যমান্য ব্যক্তিবর্গ জেলা প্রশাসকের নিকট বিভিন্ন দাবি-দাওয়া উপস্থাপন করেন।

পরিদর্শন শেষে চেয়ারম্যান আল-মামুন পাটওয়ারী পরিষদ উদ্ভোধন কালে জেলা প্রশাসক যে গাছের চারা রোপণ করেন তা’দেখান।

এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমাইল মোল্লা, কমিউনিটি পুলিশিং-এর সভাপতি রফিকুল ইসলাম পাটওয়ারী, বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, সাংবাদিক মো.জাকির হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ছাত্রলীগের সভাপতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক মো. জসীম মজুমদার, যুগ্ম-সাধারণ সম্পাদক আলী হোসেন প্রমুখ।

করেসপন্ডেন্ট ।। আপডটে, বাংলাদশে সময় ১০:২৯ পিএম, ১৯ অক্টোবর ২০১৬, বুধবার
এইউ

Leave a Reply