Home / উপজেলা সংবাদ / ফরিদগঞ্জ / ফরিদগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ
child marrige

ফরিদগঞ্জে ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ

চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পুর্ব ইউনিয়নের মানুরী গ্রামে সোমবার ( ২০ মার্চ) ইউএনওর হস্তক্ষেপে বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল দশম শ্রেণির এক শিক্ষার্থী।

জানা গেছে, উপজেলার মানুরী গ্রামের মোস্তফা তার মেয়ের বিয়ের দিন ধার্য্য করে সোমবার। সে মনতলা আ. হামিদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। এই বাল্য বিয়ের সংবাদ পেয়ে থানা পুলিশ সাথে নিয়ে ঘটনাস্থলে ছুটে যান ইউএনও ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

ওই শিক্ষার্থী ও তার বাবা-মাকে সঙ্গে করে নিয়ে আসেন উপজেলায়। পরে বাল্য বিয়ের কুফল ও আইনের বাধ্যবাধকতার বিষয়ে তাদেরকে অবহিত করলে তারা তাদের ভুল বুঝতে পারে। এক পর্যায়ে ওই শিক্ষার্থী জানায় তার অমতেই তাকে বিয়ে দেয়া হচ্ছিল।

পরে তার বাব-মা এই ভুল আর করবে না বা বাল্য বিয়ে দিবে না বলে মুচলেকা দিয়ে তাদেরকে ছেড়ে দেয়া হয়।

ফরিদগঞ্জের ইউএনও ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

প্রতিবেদক-মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ সময় ০৭ : ৩৬ পিএম, ২১ মার্চ ২০১৭, মঙ্গলবার
এজি/এইউ

Leave a Reply