Home / খেলাধুলা / আল-আমিন ও রাব্বিকে নিয়ে দল ঘোষণা
আল-আমিন ও রাব্বিকে নিয়ে দল ঘোষণা
ফাইল ছবি

আল-আমিন ও রাব্বিকে নিয়ে দল ঘোষণা

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম দুটি ওয়ানডে ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার ঘোষিত এই স্কোয়াডে চমক বলতে রয়েছেন দুই পেসার আল-আমিন হোসেন ও কামরুল ইসলাম রাব্বি।

চলতি বছর বিশ্বকাপ ক্রিকেটের মাঝপথে শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে বাদ পড়েছিলেন আল-আমিন। এরপর মাঝখানের সময়টায় বাংলাদেশ একাধিক আন্তর্জাতিক সিরিজ খেললেও স্কোয়াডে সুযোগ পাননি তিনি। তবে এবার জিম্বাবুয়ের বিপক্ষে তাকে রেখেই দল ঘোষণা করেছেন নির্বাচকরা।

এদিকে, ঘরোয়া ক্রিকেটে ও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই জাতীয় দলে সুযোগ করে নিয়েছেন পেসার কারমুল ইসলাম রাব্বি। সিরিজের প্রথম ওয়ানডেতেই হতে পারে তার আন্তর্জাতিক অভিষেক।

আগামী ৭ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ। এই সিরিজে ৩টি ওয়ানডে ও ২টি টুয়েন্টি২০ ম্যাচ খেলবে দুই দল।

১৪ সদস্যের বাংলাদেশ ওয়ানডে দল : মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, আরাফাত সানি, জুবায়ের হোসেন, আল-আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি।

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক || আপডেট: ০৪:১৫ পিএম,০১ নভেম্বর ২০১৫, রোববার

এমআরআর