Home / খেলাধুলা / আমার জন্য রুবেলের সুযোগ হচ্ছে না, অবসর নিতে চাই : মাশরাফি
আমার জন্য রুবেলের সুযোগ হচ্ছে না, অবসর নিতে চাই : মাশরাফি
ফাইল ছবি

আমার জন্য রুবেলের সুযোগ হচ্ছে না, অবসর নিতে চাই : মাশরাফি

নতুনদের সুযোগ করে দিতেই অবসরের সিদ্ধান্ত বলে জানালেন বাংলাদেশ ক্রিকেটের সেরা আবিষ্কার মাশরাফি বিন মর্তুজা।

হঠাৎই টি-২০ ক্রিকেটের অধিনায়কের এই অবসরের সিদ্ধান্ত কেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এই জবাবই দিলেন।

মঙ্গলবার (০৪ এপ্রিল) দিনগত রাতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, যখন পেছনে তাকাই, দেখি রুবেল নেই। আমার কারণে রুবেল হোসেন দলে নেই। তবে তার রেকর্ড ভালো; শেষ দুই টি-২০ ম্যাচে সাত উইকেট নিয়েছে, এমনকি আমার চেয়েও রেকর্ড ভালো। এখনই সময় ইয়ং স্টারদের সুযোগ দেওয়া।

নড়াইল এক্সপ্রেস বলেন, টি-২০ কখনও ইনজয় করিনি। শেষ ম্যাচেও আমার পাওয়ার আর কিছুই নেই। একটা জায়গা ফাঁকা হলো। তরুণরা আসুক, তারা প্রস্তুত হতে পারবে। সামনে আছে বিশ্বকাপ- কয়েক বছর তারা এক হয়ে না খেললে সেট হবে কী করে।

অবসরের সিদ্ধান্তটা আসলে কখন, এর জবাবে ম্যাশ বলেন, সকালেই সিদ্ধান্ত নিয়েছি। আজ হোক, কাল হোক সরে যেতে তো হবেই। মনে হয়েছে টি-২০ খেলতে চাই না আর। দুইদিন পরে নেওয়া আর আজকে নেওয়া একই কথা; তাই কঠিন সিদ্ধান্তটা নিয়ে নিলাম। সর্বপরি বলবো- আপনি জার্সি উঠিয়ে রাখবেন, এটা সবসময়ই কঠিন।

জয় দিয়ে শেষ ম্যাচের বিদায়ের বিষয়ে এক প্রশ্নের জবাবে ওয়ানডে অধিনায়ক বলেন, জিতে শেষ বা হারে শেষ নয়। মাশরাফি থেকে দেশ অনেক বড়- একটা ম্যাচ জিতলে দেশেরই জন্য জয় হবে। আমরা জয়ের জন্যই মাঠে নামি।

আচমকাই সিদ্ধান্তটা নেওয়া, স্বীকার করে মাশরাফি বলেন, দেশকে, দলকে জানি না কি দিতে পরেছি, তবে রিয়েলি প্লেজার।

এ সময় তিনি পরবর্তী অধিনায়কের প্রতি শুভ কামনা জানান। (বাংলানিউজ)

নিউজ ডেস্ক
আপডেট, বাংলাদেশ সময় ২: ০৩ এএম, ৫ এপ্রিল ২০১৭, বুধবার
ডিএইচ

Leave a Reply