Home / চাঁদপুর / ‘আপনারা ভালো থাকুন, দয়া করে কঠোর হতে বাধ্য করবেন না’
আপনারা ভালো থাকুন, দয়া করে কঠোর হতে বাধ্য করবেন না
ফাইল ছবি

‘আপনারা ভালো থাকুন, দয়া করে কঠোর হতে বাধ্য করবেন না’

চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার বলেছেন, আমরা যারা সরকারের কর্মচারি হিসেবে দায়িত্ব পালন করি তাদের মূল কাজ হলো দেশের জনগণকে ভালো রাখা। তাই আপনারা ভালো থাকলেই আমরা ভালো থাকতে পরি। সরকার ইলিশ রক্ষায় যে কর্মসূচি হাতে নিয়েছে তা বাস্তবায়নের জন্য আপনাদের সচেতন করাই আমাদের মূল লক্ষ এবং উদ্দেশ্য। এজন্য আপনাদের ভালোর জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম ২০১৭ বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলা ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নে জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা ও উপজেলা টাস্কফোর্স কমিটি এবং লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ সভায় সভায় তিনি আরো বলে যে ইলিশ রক্ষার জন্য সরকার এতো অর্থ ব্যয় করছে এবং এতো কার্যক্রম হাতে নিয়েছে সে ইলিশ কিন্তু আপনারাই নিধন করেন। এর বিনিময়ে কোনো জেলে ভাই কিন্তু নদীতে মাছদের একমুঠো খাবার দিতে হয় না, সরকারকে টেক্সও দিতে হয় না। এখন নিজের ভালো থাকার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব আপনাদেরই।’

জেলেদের বলেন, ‘আপনারা যদি ভালো থাকতে না চান তবে, আমরা কঠোর হতো বাধ্য হবো। আপনারা ভালো থাকুন এবং দেশের ভালোর জন্য সচেতন হোন। প্লিজ দয়া করে আমাদের কঠোর হতে বাধ্য করবেন না। আমরা যদি কঠোর হই তবে এর পরিণাম হবে ভয়াবহ।’

পুলিশ সুপার বলেন, ‘এবারে আমরা নদীতেই সবচেয়ে বেশি শক্তি প্রয়োগ করবো যাতে নদী থেকে ডাঙায় ইলিশ উঠতে না পারে। আমাদের মা ইলিশগুলো যাতে নিরাপদে নদীতে থেকে ডিম ছাড়তে পারে এজন্য আমাদের যতো কঠোর হওয়া দরকার ততোটাই কঠোর হবো।’

এসময় পুলিশ সুপার শামসুন্নাহার, নৌ-পুলিশ সুপার সুব্রত হালদার, মৎস্য কর্মকর্তা ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ বিভিন্নজন উপস্থিত ছিলেন।

আশিক বিন রহিম
: : আপডেট, বাংলাদেশ ৯: ২৩ পিএম, ৩০ সেপ্টেম্বর, ২০১৭ শনিবার
ডিএইচ

Leave a Reply