Home / উপজেলা সংবাদ / কচুয়া / আকস্মিক ঝড়ে কচুয়ায় শতাধিক বাড়ি ঘর লণ্ডভণ্ড : আহত ৭
আকস্মিক ঝড়ে কচুয়ায় শতাধিক বাড়ি ঘর লণ্ডভণ্ড : আহত ৭

আকস্মিক ঝড়ে কচুয়ায় শতাধিক বাড়ি ঘর লণ্ডভণ্ড : আহত ৭

চাঁদপুরের কচুয়ায় আকস্মিক ঝড়ে ইউপি সদস্যের কার্যালয়, স’মিল, বৈদ্যুতিক তার ও গাছ-পালাসহ প্রায় শতাধিক নিরীহ পরিবারের বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে গেছে।

রোববার (৫ মার্চ) মধ্যরাতে আকস্মিক ভাবে ঝড়ো হাওয়ায় উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের বাসাবাড়িয়া, বড়হায়াতপুর, দরিহায়াৎপুর, ডুমুরিয়াসহ বেশ কিছু গ্রামের নিরীহ পরিবারের ঘর-বাড়ি অনত্র উড়ে গেছে।

ক্ষতিগ্রস্থরা হচ্ছেন- কচুয়ার বাসাবাড়ীয়া গ্রামের অধিবাসী ইউপি সদস্য মানিক মিয়া, নরেশ চন্দ্র সরকার, সিরাজুল ইসলাম, হুমায়ূন শিকদার, সুমন চন্দ্র সরকার, মকবুল হোসেন, বড়হায়াতপুর গ্রামের জোহরলাল সরকার, লক্ষন সরকার, দরিহায়াতপুর গ্রামের এলাহী মিয়া, এমরান হোসেন, মৃত মিজানুর রহমান, আয়েশা বেগম, দেলোয়ার হোসেন মাষ্টার, আমিনুল ইসলাম, জমির হোসেন, ডুমুরিয়া গ্রামের বিল্লাল হোসেন, কামাল হোসেন, আব্দুস সামাদ।

ঝড়ের কবলে দেলোয়ার হোসেন (৫০) সাজেদা বেগম (৬০), নাছিমা (২১) ও আলমগীর (৩০), শাহনাজ বেগম (২৫), জান্নাত (০৮), তাছপিয়া (০৩) গুরুতর আহত হয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের মাথা গুজার ঠাই হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।

জিসান আহমেদ নান্নু
: আপডেট, বাংলাদেশ সময় ১১: ৩০ পিএম, ০৭ মার্চ ২০১৭, সোমবার
ডিএইচ

Leave a Reply