Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / ‘আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশে বড় ব্রীজ হতো না’
‘আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশে বড় ব্রীজ হতো না’

‘আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে দেশে বড় ব্রীজ হতো না’

চাঁদপুর ৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সাংসদ মেজর অব.রফিকুল ইসলাম বীর উত্তম বলেছেন, ‘আওয়ামীলীগ ক্ষমতায় না থাকলে দেশে এতো বড় বড় ব্রীজ বাস্তবায়ন হতো না। আমরা উন্নয়নে বিশ^াশী। বিএনপি ২০৩০ সালের আগে ক্ষমতায় আসার চিন্তা করছে না বলেই তারা ভিশন ২০৩০ দিয়েছে। আর আমরা বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃত্বাধীন জোট প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ২০২১ সালের মধ্যেই দেশকে মধ্যম আয়ের দেশের তালিকায় নিয়ে যাবো।’

রোববার হাজীগঞ্জ উপজেলার বড়কুল গ্রামে ডাকাতিয়া পাড়ে আওয়ামী লীগের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রোববার (১৪ মে) হাজীগঞ্জ পৌর এলাকার টোরাগড় ও ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের বড়কুল গ্রামের মধ্যে ডাকাতিয়া নদীর উপর নির্মিত সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানপূর্ব জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাইনুদ্দিনের উপস্থাপনায় ও উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের আয়োজিত জনসভায় তিনি আরো বলেন, ‘ডাকাতিয়া নদীর উপর আজকের এ সেতু তৈরি হলে সকল দলের লোকেরা হাটবে আওয়ামী লীগ একা হাঁটবে না। আমাদের সময়ে স্থাপিত স্কুল কলেজ আর মাদ্রাসায় আমাদের সন্তানরাই পড়ে না সকলের সন্তানরাই পড়ে। আমাদের উন্নয়ন দলমত নির্বিশেষে সকলের জন্য।’

আইনশৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, ‘আমি এমপি থাকাকালে একজন ব্যক্তি অন্যায়ভাবে হয়রানির শিকার হবে না। অন্যায়কারী দলীয় পরিচয় বহন করতে পারবে না। যেকোন বিষয়ে অন্যায়কারীর পক্ষে আমরা নই। দলমত নির্বিশেষে সকলের শান্তি নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’

জাতীয় বিষয়ে প্রধান অতিথি মেজর অব.রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেন, ‘জননেত্রী প্রধানমন্ত্রী ২০১৯ সালের নির্বাচনে ক্ষমতায় আসবেন এটা আল্লাহ চাহে তো নিশ্চিত। প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকলে ২০২১ সালের মধ্যে পদ্মাসেতুসহ দেশের মেঘা প্রকল্পগুলো শেষ হয়ে যাবে আর তখন আমরা উন্নত এক বাংলাদেশ দেখতে পাবো। প্রধানমন্ত্রীর কারণে হাজীগঞ্জ শাহরাস্তি এলাকার উন্নয়নের জন্য উনার কাছে বরাদ্দ পাওয়া যায়। ওনার কারণে আমাদের এলাকার এতো উন্নয়ন হয়েছে। রাজনৈতিক বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই আর আপনারা এই বিভ্রান্তিতে কান দিবেন না। আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলে বিড়াল বাঘ হয়ে যায়।’

স্থানীয় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কবির হোসেন মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবুৃ নঈম পাটোয়ারী দুলাল।

হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব উল আলম লিপন, শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফরিদ উল্লাাহ চৌধুরী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী মোসলেহউদ্দিন, ৬ নং বড়কুল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মফিকুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেণ, শাহরাস্তি পৌর মেয়র আলহাজ¦ আব্দুল লতিফ মিয়া, হাজীগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলী আশরাফ দুলাল, সাংগঠনিক সম্পাদক গোলাম ফরুক মুরাদ, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ জসিম উদ্দিন, শাহদাত হোসেন মজুমদার, পৌর প্যানেল মেয়র রায়হানুর রহমান জনি, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও পৌর আওয়ামীলীগের সদস্য আহসান হাবীব অরুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুর আলম মজুমদার, ইউপি চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল হাদী, মাহফুজুর রহমান ইউসুফ পাটোয়ারী, মানিক হোসেন প্রধানিয়া, সফিকুর রহমান মীর, মনির হোসেন গাজী, জলিলুর রহমান দুলাল মির্জা, রফিকুল ইসলাম, গিয়াস উদ্দিন বাচ্চু, জাকির হোসেন লিটু। উপজেলা তরুণলীগের সভাপতি আবু বক্কর ছিদ্দিক সোহাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জেলা নির্বাহী প্রকৌশলী জিএম মজিবুর রহমান, হাজীগঞ্জ উপজেলা প্রকৌশলী(হাজীগঞ্জ) মো. ফুয়াদ আহসান, উপ-সহকারী প্রকৌশলী মো.শাহজাহান, সাইফুল ইসলাম। জেলা পরিষদের সদস্য বিল্লাল হোসেন, সংরক্ষিত নারী সদস্য ফেরদৌসী বেগম, উপজেলা যুবলীগের আহবায়ক জহিরুল ইসলাম মামুন, যুগ্ন আহবায়ক মাসুদ ইকবাল, পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন,যুগ্ন আহবায়ক জিিহদুর রহমান,তাজুল ইসলাম, হাজীগঞ্জ শহর ছাত্রলীগের সাবেক সভাপতি শুকুর আলম শুভ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন, সাধারন সম্পাদক আবু ইউসুফ মোহন গাজী, পৌর ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন সোহেল, সাধারন সম্পাদক মেহেদী হাছান রাব্বী, উপজেলা যুবলীগের সদস্য আহসান হাবীবসহ উপজেলা পৌর ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।

প্রতিবেদক- জহিরুল ইসলাম জয়
আপডেট, বাংলাদেশ সময় ২: ৫০ এএম, ১৫ মে ২০১৭, সোমবার
ডিএইচ

Leave a Reply