Home / চাঁদপুর / ‘আওয়ামী লীগের হাত থেকে ৯ বছরের শিশুও নিরপাদ নয়’
manik bnp

‘আওয়ামী লীগের হাত থেকে ৯ বছরের শিশুও নিরপাদ নয়’

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, ‘ এদেশের আওয়ামী লীগের হাত থেকে ৯ বছরের শিশুও নিরপাদ নয়। তুফানদের মতো আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নোতাদের ভয়ে আমাদের মা বোনরা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে।’

শুক্রবার (৪আগস্ট) বিকেলে চাঁদপুর ৬নং মৈশাদী ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধনে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি খান আব্দুস সাত্তার মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান স্বপনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন

তিনি বলেন, ‘মৈশাদী ইউনিয়ন বিএনপির অন্যতম ঘাটি। এখানের সবসময় বিএনপি ভোট বেশী থাকে। রাজীনিতি কারো পৈতৃক সম্পত্তি নয়। এখানে দলের প্রয়োজনে নেতৃত্বের পরিবর্তন হবেই। দেশে এখন বাঁশের উন্নয়ন চলছে। দেশের হাসপাতাল, স্কুল, ব্রিজ, কালবার্ডে রডের পরিবর্তে আওয়ামী নেতারা বাঁশ ব্যবহার করছে। তারা এখন দেশব্যপী নৈরাজ্য আর লুটপাটের রাজত্ব কায়েম করেছে।’

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাড. সলিম উল্যাহ সেলিম, আনোয়ার হোসেন বাবলু, সদর উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. শামুল ইসলাম মন্টু।

আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাড. মিজানুর রহমান, জেলা যুবদলের সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন, মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামান মানিক, সদর উপজেলা যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন চান্দু, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্যাহ খোকন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাড. জাকির হোসেন ফয়সাল, জেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল গাজী বাহার, কল্যানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন, মৈশাদী ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি সফিকুর রহমান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমান এইচ গাজী, মৈশাদী ইউনিয়ন যুবদলের সভাপতি ফরিদ বেপারী, সাধারণ সম্পাদক বাবুল মৃধা কালু, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক এমরান হোসেন বাবু।

অনুষ্ঠানে আওয়ামী লীগ ও যুবলীগ থেকে প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন। পরে বিএনপি নেতৃবৃন্দরা তাদের ফুলেল শুভেচ্ছা জানান।

প্রতিবেদক- আশিক বিন রহিম
: আপডেট, বাংলাদেশ ৮: ২০ পিএম, ৪ আগস্ট ২০১৭, শুক্রবার
ডিএইচ

Leave a Reply