Home / চাঁদপুর / চাঁদপুর জেলা তথ্য অফিসের শোক দিবস প্রচার কর্মক্রম শুরু
info office

চাঁদপুর জেলা তথ্য অফিসের শোক দিবস প্রচার কর্মক্রম শুরু

শোকের মাস আগস্ট, বাংলাদেশের স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ’২০১৮ যথাযোগ্য মর্যাদায় উদযাপনকল্পে চাঁদপুর জেলা তথ্য অফিসের আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী, প্রচার কর্মক্রমসহ নানা কর্মসূচি শুরু হয়েছে।

বুধবার (১ আগস্ট) সন্ধ্যায় চাঁদপুর শহরের বাস স্ট্রেশন এলাকায় এ প্রচার কর্মসূচির চলচ্চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল হক।

এসময় উপস্থিত ছিলেন সহকারি তথ্য কর্মকতা মো:দেলোয়ার হোসেনসহ স্থানীয় ব্যক্তিবর্গ ।

জেলা তথ্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল হক জানান,‘মাসব্যাপী চলচ্চিত্র জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে জাতীয় পাতাকার সংক্রান্ত সংবলিত ভিডিও চিত্র, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ,

স্বাধীন দেশে ফিরে এলেন বঙ্গবন্ধু, অসমাপ্ত মহাকাব্য, চিরঞ্জীব বঙ্গবন্ধু, আমাদের বঙ্গবন্ধু, স্বাধীনতা আমার স্বাধীনতা, সোনালী দিনগুলো,আমাদের মুক্তিযুদ্ধ,এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম ও স্বাধীনতা কী আমাদের হলো শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।

প্রতিবেদক- আনোয়ারুল হক