Home / কৃষি ও গবাদি / ‘অসচ্ছল মুক্তিযোদ্ধার ঘরবাড়ি নির্মাণ হবে’
‘অসচ্ছল মুক্তিযোদ্ধার ঘরবাড়ি নির্মাণ হবে’

‘অসচ্ছল মুক্তিযোদ্ধার ঘরবাড়ি নির্মাণ হবে’

‎Saturday, ‎18 ‎April, ‎2015     07:49:04 PM

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘সরকার ২০ ভাগ অসচ্ছল মুক্তিযোদ্ধার বাড়িঘর নির্মাণ ও একটি মুক্তিযোদ্ধা পল্লী প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে।’

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা পরিষদ মিলনায়তনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনাসভায় শনিবার দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

মোজাম্মেল হক বলেন, ‘জাতীয় সংসদে বিল পাস করে মুক্তিযোদ্ধাদের পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও বিশেষ খেতাবে ভূষিত করা হবে। একই সঙ্গে তাদের ভাতা দ্বিগুণ ও ঈদ বোনাসসহ বিভিন্ন সুযোগ সুবিধাও দেয়া হবে।’

মুক্তিযোদ্ধা মন্ত্রী আরও বলেন, ‘আওয়ামী লীগ মুক্তিযোদ্ধাদের দল। সে জন্য মুক্তিযোদ্ধারা কদর পাবেনই। তাদের সমাধিস্থল দেখে যেন ২০০ বছর পরও বোঝা যায় তিনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। এ জন্য সরকার স্বাধীনতা যুদ্ধে শহীদদের ও পরবর্তী সময়ে মৃত্যুবরণ করা মুক্তিযোদ্ধাদের সমাধি একই রকম করার চেষ্টা করছে।’

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সফিউর রহমান জোয়ার্দার সুলতানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংদদের হুইপ সোলায়মান হক জোয়ার্দার, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন, আলমডাঙ্গা উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, আলমডাঙ্গা পৌরসভার মেয়র মীর মহিউদ্দিন ও চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার গোলাম বেনজীর।

সমাবেশের আগে মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক নির্মিতব্য আলমডাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন করেন। ২ কোটি ৯ লাখ টাকা ব্যয়ে চুয়াডাঙ্গা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর এ নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।

চাঁদপুর টাইমস : এমআরআর/2015

নিয়মিত আপনার ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : https://www.facebook.com/chandpurtimesonline/likes