Home / বিশেষ সংবাদ / জন্ম থেকেই শিশুর মাথায় ১২ ওয়েব বিশ্ব তোলপাড়
জন্ম থেকেই শিশুর মাথায় ১২ ওয়েব বিশ্ব তোলপাড়

জন্ম থেকেই শিশুর মাথায় ১২ ওয়েব বিশ্ব তোলপাড়

‎আর পাঁচজনের মতই ও পৃথিবীর আলো দেখতেই খুশিতে মেতে উঠেছিল পরিবার। কিন্তু আর সবার চোখ এড়িয়ে গেলেও মার চোখেই প্রথমে ধরা পড়ে ব্যাপারটা। শিশুটির কপালে দেখা যায় দুটি চিহ্ন।

ঠিক যেন ইংরেজিতে লেখা 1 আর 2 । দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের শিশু হানরু ভান নিয়েকেরকে-র কপালে দেখা যায় ১২ সংখ্যাটি। গত বছর ১১ নভেম্বর জন্ম হয় তার। ডাক্তাররা বলছেন, এরকম ঘটনা অবাক করা হলেও বিরল নয়। শিশুটির বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে এই জন্ম চিহ্ণ (‘বার্থ মার্ক’)।

শিশুটির ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে ওয়েব বিশ্বে রীতিমত তোলপাড় শুরু হয়ে যায়। শিশুর কপালে লেখা ‘১২’ চিহ্নের মানে খুঁজতে ব্যস্ত হয়ে পড়েন অনেকে। অনেকেই বলতে থাকেন, ১১ তারিখ জন্ম নেওয়া শিশুর কপালে ‘১২’ চিহ্ন মানে সে একদিন আগেই আগামিকালের কথা বলে দিতে পারে। কেউ কেউ আবার বলতে শুরু করেন, আন লাকি থারটিনের আগে ‘লাকি বয়’ হিসাবেই ঈশ্বর শিশুটিকে পাঠিয়েছেন। টুয়েলভকে পারফেক্ট নম্বর বলে কেউ কেউ আবার বলছেন এই শিশুটি আসলে ‘পারফেক্ট বেবি’।

পরিবারের কাছে তো বটেই, পাড়া, রাজ্য , দেশের গণ্ডি ছাড়িয়ে ওয়েব বিশ্বে রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছে হানরু। তবে ১২ সংখ্যার মানে খুঁজতে নানা মুনির নানা মতে রীতিমত মাথা গুলিয়ে যাওয়ার জোগাড়।