Home / আন্তর্জাতিক / প্রবাস / ‘অবৈধ সরকার ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছে’
‘অবৈধ সরকার ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছে’

‘অবৈধ সরকার ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছে’

বশির আহমেদ, মালয়েশিয়া :    আপডেট: ০৭:৪৮  অপরাহ্ণ, ২৪ জুলাই ২০১৫, শুক্রবার

‘সারাদেশ একটি কারাগারে পরিণত হয়েছে। ঘরে বাইরে কোথাও আজ মানুষ নিরাপদ নয়। ‘সরকার নিজেই কোনো আইন-কানুন মানছে না। যা ইচ্ছে তাই করছে। আর গণতান্ত্রিক রীতিতে এটা কোনো সরকারই না। তারা জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করেনি। তারা এত লুটপাট, গুম-খুন, অপশাসন করেছে। এখন তারা বিচারের ভয়ে ক্ষমতা ছাড়তে ভয় পাচ্ছে।’

মালয়েশিয়া যুবদল কর্তৃক অনুষ্ঠিত প্রতিবাদসভায় যুবদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মোজাম্মেল হক আরোও বলেন, ‘রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের গণতন্ত্র, মানবতা, মানবাধিকার পদদলিত। দেশের মানুষ অতীতে কখনও একদলীয় শাসন মেনে নেয়নি, ভবিষ্যতেও নেবে না।

যুবদলের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন সাগরের পরিচালনায় ও ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলম রনির সভাপতিত্বে প্রতিবাদসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও মালয়েশিয়া বিএনপির আহবায়ক মাহবুব আলম শাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন মালয়েশিয়া বিএনপির সদস্য সচিব মোশাররাফ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মালয়েশিয়া মহানগর বিএনপির আহবায়ক ওয়ালিউল্লাহ জাহিদ, বিএনপি নেতা মির্জা সালাহউদ্দিন, শাখাওয়াত হোসেন, বহির্বিশ্ব বিএনপি নেতা কামাল হোসেন শামীম, যুবদল সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ইলিয়াছ, শ্রমিকদলের সাধারণ সম্পাদক রাজু ইমান আলী হানিফ, যুবদলের এনায়েত উল্লাহ মমিন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সোহেল মাহমুদ, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ, যুবদলের হাসিবুল ইসলাম শান্ত, বাদল কারার প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বিরোধী রাজনীতিকে দুর্বল করার অপপ্রয়াসে মেতে উঠেছে। রাজীব আহসানসহ ‘মিথ্যা ও বানোয়াট অভিযোগে গ্রেপ্তারকৃত’ বিরোধী দলের সব নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন বক্তারা।

বক্তারা বলেন, ‘সরকারের মনে রাখা উচিত, দমন-পীড়ন করে কোনো গণবিরোধী অনির্বাচিত সরকার টিকে থাকতে পারে না, এ সরকারও পারবে না। জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনের মুখে এই অবৈধ সরকারের পতন এখন শুধু সময়ের ব্যাপার মাত্র।’

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস ডট কমপ্রকাশিত/প্রচারিত সংবাদ, আলোকচিত্র, ভিডিওচিত্র, অডিও বিনা অনুমতিতে ব্যবহার করা বেআইনি