Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে প্রাথমিকে এ’ প্লাস ৪শ’ ২, ইবতেদায়িতে এক
primary
প্রতীকী ছবি

হাইমচরে প্রাথমিকে এ’ প্লাস ৪শ’ ২, ইবতেদায়িতে এক

হাইমচর উপজেলায় প্রাথমিক সমাপনী পরীক্ষায় ২২শ’ পরিক্ষার্থী অংশগ্রহণ করে ৪ জন অকৃতকার্য হয়েছে।

উপজেলা এবার পাশের হার ৯৯.৮২%। এ প্লাস পেয়েছে ৪০২ জন।

ইবতেদায়ি সমাপনী পরিক্ষায় ২০৯ পরিক্ষার্থী অংশগ্রহণ করে শতভাগ পাস করেছে। এ প্লাস পেয়েছে ১ জন। প্রাথমিকে ফলাফল সন্তোষজনক হলেও ইবতেদায়ীতে একমাত্র এ প্লাস হতাশ করেছে অভিভাবকদের।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানাযায় উপজেলার প্রাথমিক বিদ্যালয় হতে ২ হাজার ৩ শত ৭ জন শিক্ষার্থী ডিআর ভুক্ত হয়েছিল। ২ হাজার ২শ’ পরীক্ষায় অংশগ্রহণ করে। ১০৭ জন শিক্ষার্থী পীরক্ষার পূর্বেই ঝরে পড়ে। এ’ প্লাসের সংখ্যা বেড়ে যাওয়ায় অভিভাকরা খুশি।

উপজেলার মাদরাসা হতে ২৪৯ জন শিক্ষার্থী ইবতেদায়ি সমাপনী পরিক্ষার জন্য ডিআর ভুক্ত হন। ২০৯ জন শিক্ষার্থী পরিক্ষায় অংশগ্রহণ করে। পরীক্ষার পূর্বেই ঝরে পড়ে ৪০ শিক্ষার্থী। ইবতেদায়িতে একমাত্র এ প্লাসে হতাশা প্রকাশ করেছেন অভিভাবকরা।

প্রতিবেদক- বিএম ইসমাইল ।। আপডটে,বাংলাদশে সময় ৯ : ৪৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৬ বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply