Home / চাঁদপুর / ‘সমাজে শান্তি বজায় রাখতে ইমাম ও খতিবদের এগিয়ে আসতে হবে’

‘সমাজে শান্তি বজায় রাখতে ইমাম ও খতিবদের এগিয়ে আসতে হবে’

চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল হাই বলেছেন, ‘রোহিঙ্গা মুসলিমদেরকে ই্যসু করে বাংলাদেশে সাম্প্রদায়িক উস্কানি মূলক বক্তব্য পরিহার ও সমাজের শান্তি বজায় রাখতে মসজিদের ইমাম ও খতিবদের এগিয়ে আসতে হবে।’

রোববার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোহিঙ্গা ইসুতে এক মতবিনিময়র সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের উপর মিয়ানমারের বর্বরোচিত হত্যাকান্ডের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাদের উপর মানবিক দৃষ্টিকোন আমাদের থাকবে এটাই স্বাভাবিক। তাই বলে ধর্মীয় আঘাত আনে এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রতি বন্ধন নষ্ট হয় এমন কোন উস্কানিমূলক বক্তব্য কোন ইমাম বা খতিব যেন মসজিদে বা অন্য কোথায় না দেন সে দিকে সতর্ক অবস্থান নিতে হবে।’

মসজিদের ইমাম মোয়াজ্জেনদের উদ্দেশ্যে বলেন, ‘মসজিদে মাদক, বাল্যবিবাহ, জঙ্গিবাদ দমন ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে মুসল্লিদের আহ্বান জানাবেন।

আইন-শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্য বলেন, ‘লঞ্চ ঘাটে যাত্রী নামার পর অটোরিকশা, সিএনজি চালক যাত্রীদের নিয়ে কোন প্রকার টানা হেচড়া করলে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে।

এ সময় তিনি মাদক ও জঙ্গি দমনে পুলিশের ব্লকরেইড অব্যাহত রাখার প্রশংসা করেন।

অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট মোঃ মাসুদ হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন, সাবেক চাঁদপুর জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার যুদ্ধাহত মুক্তিযুদ্ধা এম এ ওয়াদুদ, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযুদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন ডাঃ মতিউর রহমান, জেলা শিক্ষা অফিসার ইউনুছ ফারুকী, চাঁদপুর সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর ডঃ এ এস এম দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আফজাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, শাহারাস্তি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন, চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ প্রদিপ কুমার দত্ত, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক হিরণ বেপারী, মতলব দক্ষিণ নির্বাহী কর্মকর্তা মফিজুল ইসলাম, হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ডঃ শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ৯: ২০ পিএম, ১০ সেপ্টেম্বর, ২০১৭ রোববার
ডিএইচ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

চাঁদপুর বাসস্ট্যান্ডে চাঁদাবাজি প্রতিরোধে ব্যবসায়ী সমিতির সভা

চাঁদপুর ...