Home / শিল্প-সাহিত্য / কবিতা : রং মুখোশ
কবিতা : রং মুখোশ

কবিতা : রং মুখোশ

কবিতা : রং মুখোশ
লিখেছেন : সাংবাদিক শরীফুল ইসলাম

মানুষ! তাও আবার মেয়ে,
তোমার রং দেখেছি,
দেখেছি রঙের বদল ;
তোমার মুখোশ দেখেছি,
ভাবেনি দেখবো কালো রাতের মুখোশ’
মুখোশের আদল দেখেছি;
মুখোশ মেয়ে! এবার তুমি ক্ষান্ত হও- ক্লান্ত আমি।
আর কত আলো-আঁধারের খেলা দেখাবে;
জীবনের রোগ দেখেছি,
রোগের ভোগ দেখেছি;
তাও ভয় দেখানো তোমার শেষ হয়নি ?
এক পশলা স্বপ্ন দেখেছি,
স্বপ্নেও মাটি ঢেকেছি;
মাটি! এবার নাও আমায়- শ্রান্ত আমি।
এবার চিৎকার করে বলো মুখোশ আমি বিজয়ী।

আপডেট, বাংলাদেশ সময় ১২ : ৪০ পিএম, ৩০ মে ২০১৭, মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply