Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মাদকের বিরুদ্ধে ওয়ার্ড পর্যায় থেকে জাগরণ গড়ে তুলতে হবে : এসপি শামসুন্নাহার
মাদকের বিরুদ্ধে ওয়ার্ড পর্যায় থেকে জাগরণ গড়ে তুলতে হবে
ফাইল ছবি

মাদকের বিরুদ্ধে ওয়ার্ড পর্যায় থেকে জাগরণ গড়ে তুলতে হবে : এসপি শামসুন্নাহার

চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার বলেছেন, ‘মাদক নির্মূলে জনপ্রতিনিধিদের ভূমিকা সবচেয়ে বেশি। তাই মাদকের বিরুদ্ধে ওয়ার্ড পর্যায় থেকে জাগরণ গড়ে তোলতে হবে। সমাজের সর্বস্তরের মানুষদেরকে সাথে নিয়ে জনপ্রতিনিধিরা আন্তরিক হয়ে মাদকের বিরুদ্ধে কাজ করলে এবং এর কুফল সম্পর্কে অবহিত করলে সমাজ থেকে মাদক কমে যাবে।’

বৃহস্পতিবার (১০ আগস্ট) মতলব দক্ষিণ থানা পুলিশের আয়োজনে মতলব দক্ষিণে প্রথম আন্তঃজেলা মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের প্রচারণা ও প্রস্তুতিমূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনপ্রতিনিধিধের উদ্দেশ্যে তিনি আরো বলেন, ‘জনপ্রতিনিধি হিসেবে উন্নয়নমূলক কাজ করা যেমন আপনাদের দায়িত্ব, সমাজের মাদক, ইভটিজিং, বাল্য বিয়েসহ সকল অপরাধমূলক কর্মকান্ডের বিরুদ্ধে কাজ করাও আপনাদের নৈতিক দায়িত্ব। তাই আপনাদের সহযোগিতা ছাড়া কোনো কাজই সম্ভব নয়।’

পুলিশ সুপার বলেন, ‘মতলব দক্ষিণ উপজেলাকে মাদকমুক্ত করতে পুলিশকে আপনারা সহযোগিতা করবেন। কোনো অবস্থাতেই মাদককে প্রশয় দেয়া যাবে না। মাদকের কারণে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। ফুটবল টুর্নামেন্টের মধ্য দিয়ে যুব সমাজকে ক্রীড়ামুখী করতে হবে।’

উপজেলা পরিষদ মিলনায়তনে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মুহম্মাদ কুতুব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মনজুর হোসেন রিপন মীর, সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন গোলাম হায়দার মোল্লা ও রোকনুজ্জামান রোকন, ইউপি মেম্বারদের পক্ষে খাদেরগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম এবং উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হোসাইন মোঃ কঁচি ও ইউপি সদস্য মুন্নী আক্তার। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন মাওলানা মোজাম্মেল হক। অনুষ্ঠানটি পরিচালনা করেন, মতলব পৌরসভার সাবেক মহিলা কাউন্সিলর আসমা আক্তার আঁখি।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপাদী দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপাদী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শহিদ উল্লাহ প্রধান, মতলব পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলর কিশোর কুমার ঘোষ, মতলব প্রেসক্লাবের সভাপতি রোটা. গোলাম সারওয়ার সেলিম, সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস, মতলব পৌরসভার কাউন্সিলর আলহাজ্জ্ব ওয়াহিদুজ্জামান মৃধা, ওয়াজ উদ্দিন প্রধানসহ মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার জনপ্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, মতলব দক্ষিণ থানা পুলিশের কর্মকর্তাবৃন্দ ও সুধীজন।

প্রতিবেদক- মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ ২: ৪০ পিএম, ১০ আগস্ট ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply