Home / আরো / শিল্প-সাহিত্য / কবিতা : রাত পোহানোর কতো বাকি

কবিতা : রাত পোহানোর কতো বাকি

রাত পোহানোর কতো বাকি

দিনের শেষে রাত আসে
আর রাত আসলেই মনে হয়
সব চিন্তা ভাবনা আমার গাড়ে চেপে বসে।
সাবাই ঘুমিয়ে পড়ে, শুধু আমি ঘুমাই না।

একা একা বসে ভাবি
রাত পোহানোর আর কতো বাকি।
ঘড়িটা চলেও যেনো চলছে না।
ঘড়ি চলছে টিক, টিক
সেই শব্দ কানে এমন ভাবে লাগছে
মনে হচ্ছে বেচে থাকার প্রতিযোগিতা।

দীর্ঘশ্বাস ছেড়ে ভাবছি
রাত কি আমার ভাবনার বাড়ি।
নির্বাক-নির্বাক হয়ে তাকিয়ে আছি
আলোর রশ্নী হয়ে যাচ্ছে হাতছানি।

ঘড়ির কাটা যত ঘুরছে
শ্বাস নিঃশ্বাস ততো বেড়েছে।
যে কষ্টগুলো ভুলে থাকতে চাই
সে কষ্টগুলো রাত হলে তাড়া করে মন অন্ধকার ঘরে।
রাত আমার কেটে যায় এমন ভেবে

একা একা বসে ভাবি
রাত পোহানোর কতো বাকি।
রাত কি আমার শেষ হয়েছে?
মনের অন্ধকার কি দুর হয়েছে?
আমি চাইনা ঘুরে আসুক সেই রাত
যে রাত হবে মনের ঘরের কালো রাত।

কবি ও সাংবাদিক : শরীফুল ইসলাম

: আপডেট, বাংলাদেশ সময় ১০:৩০ পিএম, ১৭ অক্টোবর ২০১৬, সোমবার
ডিএইচ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

Zillur chandpur

চাঁদপুরে প্রহরীকে হত্যা করে মোটরবাইক চুরির সন্দেহে যুবক গ্রেফতার

চাঁদপুর ...