Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলবে টেলিকনফারেন্সে বিএনপির সদস্য সংগ্রহ উদ্বোধনে ড. জালাল
মতলবে টেলিকনফারেন্সে বিএনপির সদস্য সংগ্রহ উদ্বোধনে ড. জালাল

মতলবে টেলিকনফারেন্সে বিএনপির সদস্য সংগ্রহ উদ্বোধনে ড. জালাল

বিএনপির মতলব পৌর শাখার ৯টি ওয়ার্ডে একযুগে টেলিকনফারেন্সের মাধ্যমে সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।

শনিবার (৫ আগষ্ট) বিকেল ৪টায় টেলিকনফারেন্সের মাধ্যমে বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ¦ ডাঃ মোঃ জালাল উদ্দিন।

তিনি দলীয় নেতা কর্মীদের সুশৃঙ্খলভাবে কাজ করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলের মধ্যে যেন কোন মতবিরোধ না থাকে সেদিকে সকলের দৃষ্টি রাখতে হবে।

আগামিতে বিএনপি এককভাবে জনগনের রায় নিয়ে ক্ষমতায় আসবে সে লক্ষ্যে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আন্তরিক ভাবে মাঠে ময়দানে কাজ করতে হবে বলেও জানান ড. জালাল উদ্দিন। টেলিকনফারেন্সে মতলব পৌরসভার ৯টি ওয়ার্ডের নেতা কর্মীদের সাথে কথা বলেন এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে তিনি ধন্যবাদ জানান। মতলব পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের আয়োজনে দলের সদস্য সংগ্রহ অভিযান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

তারমধ্যে পৌর ১নং ওয়ার্ডে সদস্য সংগ্রহ অভিযান কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন বেপারী ও পরিচালনা করেন পৌর যুবদলের সভাপতি মোঃ মজিবুর রহমান সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার। বক্তব্য রাখেন বিএনপি নেতা হাজী রুহুল আমিন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদন মিরান হোসেন মিয়াজী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক নূরে আলম মিয়াজী, বর্তমান সাধারন সম্পাদক শাহজাহান মিজি। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সহ সভাপতি কামাল বেপারী, সাবেক সাধারন সম্পাদক রাইফ উদ্দিন, পৌর বিএনপির সহ সভাপতি সোহেল আহম্মেদ মিঠু, কোষাধ্যক্ষ আবুল খায়ের ফরাজী, সদস্য রিপন সরকার, উপজেলা যুবদল নেতা জাহাঙ্গীর, পৌর শ্রমিক দলের সাধারন সম্পাদক কবির হোসেন দেওয়ান, পৌর যুবদলের সহ সভাপতি রেহান উদ্দিন সরকার, যুবদল নেতা খোকন প্রধান, ১নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আবু তাহের মিয়াজী, পৌর যুবদল নেতা হারুন ভুইয়া, আলম বাদশা, লিটন প্রধান, সাইফুল ইসলাম, নুর মোহাম্মদ মিয়াজী, ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর আলম সরকার, ফয়েজ আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ওবাইদুর রহমান, পৌর যুবদল নেতা মিন্টু ফরাজী, ছাত্রদল নেতা সুমন মিয়াজী, উপজেলা ছাত্রদলের সহ সাধারন সম্পাদক রেজাউল মিয়াজী, যুগ্ম আহ্বায়ক শাহিন মিয়াজী, যুবদল নেতা ইব্রাহিম কাজী, শ্রমিকদল নেতা হযরত আলী, ওয়ার্ড বিএনপি নেতা মোস্তফা মিয়াজী, যুবদল নেতা নোমান সরকার, কলেজ ছাত্রদল নেতা মুছা মিয়াজী। আলোচনা শেষে সদস্য ফরম বিতরণ করা হয়।

২নং ওয়ার্ডে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ দুলাল হোসেন মিয়াজী। বক্তব্য রাখেন বিএনপি নেতা এডভোকেট মান্নান মিয়াজী, ওয়ার্ড যুবদলের আহ্বায়ক শাহীন প্রধান, যুগ্ম আহ্বায়ক মোস্তফা ফরাজী। এ সময় বিএনপি যুবদল, শ্রমিকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সদস্য ফরম বিতরণ করা হয়।

৩নং ওয়ার্ডে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি ওয়ালী উল্লাহ ঢালী ও পরিচালনা করেন সাধারন সম্পাদক মফিজল সরকার। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি মোজাহিদুল ইসলাম কিরন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ নাসির মিয়াজী, উপজেলা যুবদল নেতা মিন্টু, ৩নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোঃ কাজী রোমান, পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক ইদ্রিস সরকার মুন্না। এ সময় বিএনপি যুবদল, শ্রমিকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সদস্য ফরম বিতরণ করা হয়।

৪নং ওয়ার্ডে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নাসির প্রধান ও পরিচালনা করেন সাধারন সম্পাদক ইয়াছিন প্রধান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ জাকির হোসেন প্রধান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি সেলিম হোসেন খোকন সরকার, উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ নবীর হোসেন, ৪নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক শাহ আলম দেওয়ান, যুদ্ম আহ্বায়ক জুয়েল প্রধান, আমির হোসেন মোল্লা, ওয়ার্ড ছাত্রদল নেতা আনিছুর রহমান প্রমুখ। এ সময় বিএনপি যুবদল, শ্রমিকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সদস্য ফরম বিতরণ করা হয়।

৫নং ওয়ার্ডে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ শাহীম সরকার ও পরিচালনা করেন সাধারন সম্পাদক শাহজাহান সাগর। বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সহ সভাপতি ও পৌর বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, পৌর যুবদলের সিনিয়ার সহসভাপতি সফিক মল্লিক, ওয়ার্ড বিএনপির নেতা মানিক মাস্টার, দপ্তর সম্পাদক আলী হোসেন কাজী, সদস্য হেলাল মিয়াজী, ওয়ার্ড যুবদলের আহ্বায়ক ইসমাইল সরকার, পৌর ছাত্রদল নেতা ইব্রাহিম, ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক মাসুম সরকার প্রমুখ। এ সময় বিএনপি যুবদল, শ্রমিকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

৬নং ওয়ার্ডে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন ফরাজী ও পরিচালনা করেন সাধারন সম্পাদক জাকির হোসেন প্রধান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ এমদাদ হোসেন খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারন সম্পাদক শোয়েব আহমেদ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি আশ্রাফ বাবু, পৌর যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ মোঃ সফিক মল্লিক, সাধারন সম্পাদক কামাল উদ্দিন বিপ্লব, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জামাল পাটোয়ারী, ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান লিটন, যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম প্রধান, পৌর ছাত্রদলের সহ সভাপতি আবু বকর সিদ্দিক রুমান প্রমুখ। আলোচনা শেষে সদস্য ফরম বিতরণ করা হয়।
৭নং ওয়ার্ডে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির প্রবীন নেতা তাফাজ্জল জমাদার ও পরিচালনা করেন পৌর যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক কামরুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোঃ সফিকুল ইসলাম সাগর। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ৭নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক আলমগীর মোল্লা, ওয়ার্ড কাউন্সিলর আহিজল মুন্সি, ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন প্রধান, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম বেপারী, ছাত্রদল নেতা সোহাগ, মোঃ সফিক, মোঃ তাজুল ইসলাম। আলোচনা শেষে সদস্য ফরম বিতরণ করা হয়।

৮নং ওয়ার্ডে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতির মোঃ নীহার চৌধুরী ও পরিচালনা করেন পৌর যুবদলের নেতা কাউসার চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মজিবুর রহমান বেপারী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আমানিয়া মোল্লা, ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কাকন সরকার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ মাল, যুগ্ম আহ্বায়ক শাহাদাত হোসেন বাবুল মাল, রহিম প্রধান, বিল্লাল গাজী, সাইফুল প্রমুখ। এ সময় বিএনপি যুবদল, শ্রমিকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সদস্য ফরম বিতরণ করা হয়।

৯নং ওয়ার্ডে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নজরুল ইসলাম নিহার চৌধুরী ও পরিচালনা করেন পৌর বিএনপির সহ দপ্তর সম্পাদক খোরশেদ আলম বকাউল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম রনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদুল ইসলাম সোহাগ, ৬নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি নজরুল ইসলাম রাসেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মামুন গাজী, রিপন সাহা ও পৌর ছাত্রদলের সহ সভাপতি সুমন। এ সময় বিএনপি যুবদল, শ্রমিকদল, ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সদস্য ফরম বিতরণ করা হয়।

মাহফুজ মল্লিক
: আপডেট, বাংলাদেশ ১১: ৩০ পিএম, ৫ আগস্ট ২০১৭, শনিবার
ডিএইচ

Leave a Reply