Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়া পৌরসভার ২৬ কোটি টাকার বাজেট ঘোষণা
Bazat, news

কচুয়া পৌরসভার ২৬ কোটি টাকার বাজেট ঘোষণা

চাঁদপুরের কচুয়া পৌরসভার ২০১৭-২০১৮ নতুন অর্থ বছরের ২৬ কোটি ৭লক্ষ ২৫ হাজার ১’শ ১৮ টাকার বাজেট বুধবার (১২ জুলাই) দুপুরের পৌরসভার হলরুমে কোন প্রকার নতুন কর আরোপ ছাড়াই ঘোষণা করা হয়েছে।

মেয়র নাজমুল আলম স্বপন এ বাজেট ঘোষণা করেন।

এতে প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ৯২ লাখ ৫৪ হাজার ৫’শ ১৩ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৭৫লাখ ৮৭ হাজার ৮’শ ৪৩ টাকা (উদ্বৃত্ত ৮লাখ ৪৭ হাজার ৮শ’ ৪৩ টাকা)।

উন্নয়ন আয় ধরা হয়েছে ২২ কোটি ১৪লাখ ৭০হাজার ৬শ’ ৫টাকা ও ব্যয় ধরা হয়েছে ২২ কোটি টাকা (উদ্বৃত্ত ৫২লক্ষ ৯ হাজার ৫শ’ ২৫ টাকা)।

বাজেট ঘোষণা শেষে পৌর মেয়র নাজমুল আলম স্বপনের সভাপতিত্বে ও অফিস সহকারী নাসির আলম নসুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ। স্বাগত বক্তব্য রাখেন, সচিব ফখরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্যানেল মেয়র কামাল হোসেন অন্তর, নজরুল ইসলাম প্রধান, কচুয়া পৌর বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন (বাটা), সাধারণ সম্পাদক মনির হোসেন প্রধান প্রমুখ।

এসময় বাজার ব্যবসায়ী, সাংবাদিক, পৌর কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিবেদক – জিসান আহমেদ নান্নু, কচুয়া
: আপডেট, বাংলাদেশ সময় ১১ : ৫৯ পিএম, ১২ জুলাই ২০১৭, বুধবার
এইউ

Leave a Reply