Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে জাতীয় শিক্ষা সপ্তাহ’র সনদ বিতরণ
মতলব দক্ষিণে জাতীয় শিক্ষা সপ্তাহ’র সনদ বিতরণ

মতলব দক্ষিণে জাতীয় শিক্ষা সপ্তাহ’র সনদ বিতরণ

‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক -২০১৭’ মতলব দক্ষিণ উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠদের মাঝে সনদ বিতরণ রোববার (৬ আগস্ট) বিকেলে মতলব নিউ হোস্টেল মাঠে অনুষ্ঠান সম্পন্ন হয়।

সনদপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম।

উপজেলার শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ও খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম, শ্রেষ্ঠ ম্যানেজিং কমিটির সভাপতি নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহিদ খান বাবু ও শ্রেষ্ঠ কাব শিক্ষিকা নবকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাছিমা আক্তার।

এ সময় উপস্থিত ছিলেন মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তাজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) জুলফিকার আলী জনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, সহকারী শিক্ষা অফিসার মোখলেছুর রহমান, সমীরণ চন্দ্র বিশ্বাস, মো. আবু হানিফ, তানভীর হাসান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, মতলব কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম সেফা, দিঘলদি সরকারি প্রাথমিক বিধ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানা, মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রোটা. শ্যামল চন্দ্র দাস, খাদেরগাঁও ইউপির প্যানেল চেয়ারম্যান শেখ ফজলুল করিম সেলিম, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক।

প্রতিবেদক : মাহফুজ মল্লিক, মতলব দক্ষিণ
আপডেট, বাংলাদেশ সময় ০৯ : ৫৭ এএম, ৮ আগস্ট ২০১৭, মঙ্গলবার
এইউ

Leave a Reply