Home / চাঁদপুর / চাঁদপুরে যাত্রীবাহী বাস চাপায় কৃষকের করুণ মৃত্যু

চাঁদপুরে যাত্রীবাহী বাস চাপায় কৃষকের করুণ মৃত্যু

চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের দেবপুর এলাকায় যাত্রীবাহী বাস হিলশা পরিবহনের চাপায় মামুন পাটওয়ারী (৪৫) নামে কৃষক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১০ আগষ্ট) বিকেল ৪টায় দেবপুর হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে এই দূর্ঘটনা ঘটে। নিহত মামুন পাটওয়ারী জেলার মতলব দক্ষিণ উপজেলার উপাদি (দক্ষিণ) ইউনিয়নের করবন্দ গ্রামের পাটওয়ারী বাড়ীর আবদুল বারেক পাটওয়ারীর ছেলে। সে পেশায় একজন কৃষক।

প্রত্যক্ষদর্শী দেবপুর বাজারের ব্যবসায়ী শুক্কুর আলম বেপারী চাঁদপুর টাইমসকে জানান, ‘চট্টগ্রাম থেকে ছেড়ে আসা হিলশা পরিবহনের বাসটি চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছিলো। ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কাত হয়ে পড়ে যায়। এ সময় পথচারী কৃষক মামুন পাটওয়ারী সড়কের পাশে থাকা গাছের গুড়ির সাথে বাসটির একটি অংশ চাপা দেয়। তার চিৎকারে মানুষ জড়ে হয়। ঘটনাস্থল দিয়ে যাওয়ার পথে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আফজাল হোসেন চাঁদপুর উত্তর ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। ফায়ার সার্ভিস উদ্ধার কর্মীরা প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে।’

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মনিরুল আজম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ফায়ার সার্ভিস কর্মীরা লোকটিকে জীবিত আনলেও অতিরিক্ত রক্তক্ষরণে বিকেল সাড়ে ৫টায় লোকটি মারা যায়।’

ফায়ার সার্ভিস চাঁদপুর উত্তর স্টেশনের স্টেশন মাস্টার ফারুক আহম্মেদ চাঁদপুর টাইমসকে বলেন, ‘ধারণা করা হচ্ছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে। ঘটনাস্থলেই বাসটি রয়েছে চালকসহ অন্যরা পালিয়েছে। যাত্রীদের মধ্যে কেউ গুরুতর আহত হয়নি।’

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ ৮: ২০ পিএম, ১০ আগস্ট ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

চাঁদপুর মিশন রোডে অরক্ষিত রেলক্রসিং: ঝুকিপূর্ণ যান চলাচল -ভিডিওসহ

চাঁদপুর ...