Home / চাঁদপুর / চাঁদপুরে ইলিশের অভয়াশ্রম থেকে আটক ৮ জেলের ৪ জনকে কারাদণ্ড
Karadondo
প্রতীকী

চাঁদপুরে ইলিশের অভয়াশ্রম থেকে আটক ৮ জেলের ৪ জনকে কারাদণ্ড

মেঘনায় ইলিশের অভয়াশ্রমের চাঁদপুর সদর ইব্রাহিমপুর ইউনিয়নের চরফতেজংপুর ও রাজরাজেশ্বর ইউনিয়ন অংশ থেকে পৃথক সময়ে আট তাদেরকে আটক করা হয়।

চাঁদপুর নৌ-পুলিশ থানার অন্তর্ভুক্ত আলুর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনিরুজ্জামান গত ৯ অক্টোবর রাত থেকে শুরু করে মঙ্গরবার (১০ অক্টোবর )দিনভর মেঘনা নদীর বিভিন্ন স্থানে অভিযান চালান।

এসময় ১০ কেজি মা ইলিশ ৩ হাজার মিটার নিষিদ্ধ কারেণ্ট জালসহ ৮ জেলে আটক করা হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, ইশানবালা এলাকার ইসমাইল ভূঁইয়া (৩০), ফয়সাল গাজী (২৩), রুবেল গাজী (২৫) ও ইসমাইল মিজি (৩২)

এদেরকে ১০ কেজি মা ইলিশ ও ২ হাজার মিটার নিষিদ্ধ কারেণ্ট জালসহ আটক করে।

পরে দুপুরে চাঁদপুর নৌ-থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এ আটক ৪ জেলেকে দু’ বছর করে প্রত্যেককে বিনাশ্রম কারাদ- দিয়ে জেলা হাজতে পাঠানো হয়।

বিকেলে আলুর বাজার ফাঁড়ি পুলিশ মেঘনা নদীর রাজরাজেশ্বর ইউনিয়নে অভিযান চালিয়ে কিশোর বয়সী আরো ৪ জেলেকে ১ হাজার মিটার নিষিদ্ধ কারেণ্ট জাল সহ আটক করা হয়।

এরা হলেন, রাজরাজেশ্বরের সুমন বেপারী (১৭), ইয়াছিন মাঝি (১৮), শাহ আলম (১৭) ও আরিফ (১৮)।

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
: আপডেট, বাংলাদেশ ০৮:০৩ পিএম, ১০ অক্টোবর, ২০১৭ মঙ্গলবার
ডিএইচ

Leave a Reply