Home / আবহাওয়া / দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে
দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে

দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে

মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত: শুস্ক থাকতে পারে।

এ ছাড়া রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার এক পূর্বাভাসে এ কথা বলা হয়।

সারাদেশের রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

ঢাকায় বাতাসের গতি ও দিক উত্তর/উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কি.মি। এবং সকাল ৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল শতকরা ৯১ ভাগ। পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ায় বৃষ্টিপাতের উন্নতি হতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়,পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত। উপÑমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমী লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে যার বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। ঢাকায় সূর্যান্ত সন্ধ্যা ৫টা ৪২ মিনিট এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৪১ মিনিটে।

নিউজ ডেস্ক
।। আপডটে, বাংলাদশে সময় ১১ : ০৭ পিএম, ২৮ জানুয়ারি ২০১৭ শনিবার
এজি/এইউ

Leave a Reply