Home / চাঁদপুর / ’কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সমাজের অপরাধ নির্মূল সম্ভব’
sp-samsunnahar

’কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সমাজের অপরাধ নির্মূল সম্ভব’

চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম বলেছেন, কমিউনিটি পুলিশিং কমিটি অত্যন্ত শক্তিশালী সংগঠন। এ সংগঠনের মাধ্যমে সমাজের সকল অপরাধ নির্মূল করা সম্ভব। প্রতিটি এলাকায় গঠিত কমিটির নেতৃবৃন্দ যদি সঠিক ভাবে তাদের দায়িত্ব পালন করেন তাহলে কোন অবস্থাতেই অপরাধ মাথা গজিয়ে উঠতে পারবে না।

২০ সেপ্টেম্বর বুধবার বিকেলে শাহরাস্তি মডেল থানার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, ‘কমিউনিটি পুলিশিং কমিটির প্রতিটি ইউনিটকে স্বনির্ভর হয়ে সমাজের কল্যাণে কাজ করতে হবে। এজন্য ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা কমিটিকে তহবিল গঠনের দিকে গুরুত্ব দিতে হবে। কমিটির সদস্যরা যে কাজে বিনিয়োগ করবে সেখানে তাদের সজাগ দৃষ্টি থাকবে।’

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক সুফি খায়রুল আলম খোকন, শাহরাস্তি পৌরসভার মেয়র ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা আলহাজ¦ আবদুল লতিফ, সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) মোঃ শেখ রাসেল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির উপদেষ্টা মোঃ কামরুজ্জামান মিন্টু, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ এম এ আঊয়াল মজুমদার, সাধারণ সম্পাদক এম এ মান্নান মোল্লা প্রমুখ।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নূর হোসেন মামুন, পুলিশ পরিদর্শক মোঃ মোশারফ হোসেন ভূঁইয়া, মুন্সী আশফাকুল ইসলাম, পৌর কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি কাউন্সিলর নূর মোহাম্মদ মোল্লা, সাধারণ সম্পাদক হাজী আনোয়ার হোসেন নূর সহ বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌরসভা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষবৃন্দ।

মোঃ মাহবুব আলম
: : আপডেট, বাংলাদেশ ১: ০৩ এএম, ২১ সেপ্টেম্বর, ২০১৭ বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply