Home / চাঁদপুর / কদম ফুলের হাসিতে ভরা দু’শিশুর মুখ

কদম ফুলের হাসিতে ভরা দু’শিশুর মুখ

প্রকৃতির নিয়মে বর্ষার শুরুতে প্রতি বছরে দেখা মিলে কদম ফুল। বাদল দিনে ঝিরি ঝিরি বৃষ্টির ভিতরে শিশুরা কদম ফুল পেয়ে অনেক উৎফুল্ল হয়। বর্ষাকালে একটি গাছে একাধিকবার কদমফুল ফুটে থাকে। ফুলটিতে নানা প্রকার খেলনা তৈরিতে অভ্যস্ত গ্রামের শিশুরা।

তাই শিশুদেরও এ ফুলটি বেশ প্রিয়। কিন্তু এটি গ্রামের কিছুটা দেখা মিললেও এখন তেমনি ফুল হাতে হাসিতে ভরে গেছে দু’শিশুর মুখ।

শুক্রবার (১৭ জুন) দুপুরে চাঁদপুর শহরের বিষ্ণুদী মাদ্রাসা রোড থেকে ছবি তোলার সময় সে চিত্র ফুটে উঠে। কদম ফুল এখন শহরে দেখাটা দুষ্কর না হলেও এমন এক সময় হয়তো আসবে যখন এর প্রভাব থাকবে না।

শহরে যে হারে ভবন তৈরী হচ্ছে কোনো গাছ থাকছে না শহরে। প্রকৃতি রক্ষাকারী ফল গাছ থেকে শুরু করে অনেক ধরনের গাছও যান্ত্রিকতার ভিড়ে শহর থেকে হারিয়ে যাচ্ছে।

হয়তো এমন একদিন আসবে, যখন শিশুরা কদম ফুলের ছোঁয়াতো দূরের কথা, এটিকে রূপকথার গল্প মনে করবে।

প্রকৃতি রক্ষায় গাছ রক্ষা জরুরি। সম্প্রতি ঢাকা সিটি কর্পোরেশন এক প্রজ্ঞাপনে জানিয়েছে, যেসব বাড়ির মালিক বাড়ির ছাদে বনায়ন করবে তাদের জন্য ১০% ভ্যট মওকুফ করা হবে।

এ ধরনের সিদ্ধান্তকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন এবং এ ধরনের ঘোষণা চাঁদপুর পৌরবাসীর জন্যও কর্তৃপক্ষের কাছ থেকে আশা করেন।

তাহলে হয়তো এসব জীববৈচিত্র চাঁদপুর শহরেও দেখা মিলবে।

প্রতিবেদক- শরীফুল ইসলাম

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

মিয়ানমারের ২০ কোটি ডলার ঋণ স্থগিত করেছে বিশ্বব্যাংক

রোহিঙ্গাদের ...